পিপাসা ও শরীরের জ্বালাপোড়া দূরীকরণে ধনিয়া

মুখের দুর্গন্ধ ও অনিদ্রা দূরীকরণে ধনিয়াশুষ্ক বীজ চূর্ণ করে আধাকাপ গোলাপের নির্যাসের সাথে মিশিয়ে দিনে ২-৩ বার সেবন করতে হবে। ২০-৩০ দিন পর্যন্ত নিয়মিত সেবন করলে পিপাসা ও শরীরের জ্বালাপোড়া দূর হয়ে যাবে।

সেবনবিধিঃ

শুষ্ক বীজ চূর্ণঃ ৫-১০ গ্রাম ।

সতর্কতা

নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা উচিৎ নয়, এতে ঠাণ্ডা লেগে যেতে পারে।

This entry was posted in শরীরের জ্বালাপোড়া and tagged , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান