সম্পূর্ন উদ্ভিদের আধাচূর্ণ নিয়ে এর সাথে সমপরিমান কালোমেঘ মিশিয়ে ২ কাপ পানিতে জ্বাল দিয়ে ১ কাপ হলে ছেঁকে নিয়ে নির্যাসটুকু সেবন করতে হবে। উক্ত নিয়মে দিনে ২-৩ বার সেবন করলে শোথ আরোগ্য হয় ।
সেবন বিধিঃ
সম্পূর্ন উদ্ভিদের আধাচূর্ণঃ ৫-৭ গ্রাম ।
সর্তকতাঃ
তেমন কোন সতর্কতার প্রয়োজন নেই।